বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

অন্তঃসত্ত্বা করলেই পুরস্কার ১০ লক্ষ টাকা!

ভারতের বিহারে অপরিচিত মহিলার সঙ্গে সহবাস করার প্রস্তাব। শুধু সহবাসই হয়, করতে হবে অন্তঃসত্ত্বাও। আর তার জন্য থাকবে মোটা টাকার পুরস্কার।

এমন টোপে পা দিয়েই প্রতারণার জালে জড়িয়েছেন বহু লোক। দীর্ঘ দিন ধরেই এমন প্রতারণার অভিযোগ আসছিল পুলিশের কাছে। শেষ পর্যন্ত ওই চক্রের পর্দাফাঁস করল বিহার পুলিশ। নওয়াদা জেলা থেকে এই প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।

কোন টোপে প্রতারণা?

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে শুরু হতো প্রতারণার প্রথম ধাপ। নাম দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস। বিজ্ঞাপনে বলা হতো, সন্তানহীন কোনও মহিলাকে অন্তঃসত্ত্বা করতে হবে। সেই কাজে সফল হলে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও দেওয়ার কথা বলা হতো।

গোটা বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, বিজ্ঞাপনে বলা হতো কাজে অসফল হলেও ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। আর যারা এই বিজ্ঞাপনে সাড়া দিতো, তাদের জন্য তৈরি হতো প্রতারণার দ্বিতীয় ধাপের জাল তৈরির কাজ।

কী ভাবে টাকা আত্মসাৎ প্রতারকদের?

যাঁরা এই বিজ্ঞাপনে সাড়া দিতো। তাঁদের নথিভুক্তকরণের কথা বলা হতো প্রতারকদের তরফে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিদের থেকে নথি চাওয়া হতো। তার মধ্যে প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে আরও নানা নথি চাওয়া হতো। সেলফি তুলে পাঠাতে বলা হতো।

এরপরে নথিভুক্তিকরণের খরচ ও হোটেল বুকিংয়ের খরচের কথা বলে টাকা নিয়ে নেওয়া হতো। ৫০০ থেকে ২০ হাজার টাকা নেওয়া হতো। একবারে বা ধাপে ধাপে টাকা নেওয়া হয়ে গেলেই যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো।

বিহারে এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে এমনই একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়েছিল নওয়াদায়। সেই সময় ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *