বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

জানেন কী কমান্ডোরা কেন অন্তর্বাস পরেন না?

বিশ্বের সবচেয়ে অভিজাত ও ভয়ঙ্কর সৈনিক কমান্ডোরা বিশেষ অভিযানে কেন অন্তর্বাস পরিহার করেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান স্পেশাল ফোর্সের সৈন্যরা আর্দ্র জঙ্গলে লড়াইয়ের সময় ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হন।

আঁটসাঁট অন্তর্বাস তীব্র গরম ও আর্দ্রতায় ত্বকের ক্ষতি করে, যার ফলে মার্কিন সেনাবাহিনীর চিকিৎসকরা ‘গো কমান্ডো’ নির্দেশ জারি করেন-অর্থাৎ, অন্তর্বাস ত্যাগ করতে বলেন।

এই প্রথা ধীরে ধীরে জনপ্রিয় হয়।

১৯৮২-এর ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ রয়েল মেরিন কমান্ডোরা খাদ্যজনিত ডায়রিয়ায় ভুগলে অন্তর্বাস ত্যাগ করে দ্রুত কার্যক্ষমতা বাড়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জলাভূমিতে অন্তর্বাস শুকানোর অসুবিধা এই প্রথাকে উৎসাহিত করে। Forces.net-এর প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ অভিযানে সংক্রমণ এড়াতে ও ব্যাকপ্যাকের স্থান বাঁচাতে কমান্ডোরা অত্যাবশ্যকীয় সরঞ্জাম ছাড়া অন্য কিছু বহন করেন না।

সময়ের সাথে পোশাকের উন্নতি হয়েছে। এখন লাইক্রা দিয়ে তৈরি ছত্রাক-বিরোধী, ঘাম-শোষক অন্তর্বাস ব্যবহৃত হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি কমায়। ‘গো কমান্ডো’ শব্দটি ১৯৯৬-এ ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পায়, যা এখন হলিউডেও প্রচলিত। এই অজানা গল্প কমান্ডোদের ত্যাগ ও কৌশলের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *