বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

তামাশা না করে ডিসেম্বরে নির্বাচন দিন : বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসাইন

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের কলতা ও হোগলা গ্রামে দলীয় অফিস উদ্ধোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

আজ ১১ জুন (বুধবার) সকাল ১০টায় কনকদিয়ার কলতা/ঝিলনায় এ অফিস উদ্ধোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মুনির হোসেন বলেন, এত সুন্দর রিমোট পয়েন্টে অফিস নেয়ায় সংশ্লিষ্ট নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। অফিস হচ্ছে দলের মূল কেন্দ্র। এখান থেকেই স্বচ্ছতার ভিত্তিতে দল পরিচালনা করা হয়।

এ সময় তিনি বলেন, অন্তবর্তী সরকারকে বলতে চাই, আপনারা তামাশা না করে ডিসেম্বরে নির্বাচন দিন। আপনারা একবার বলেন ফেব্রুয়ারিতে, আরেকবার বলেন এপ্রিলে জাতীয় নির্বাচন দিবেন। আমরা আপনাদের এমন তামাশা মানিনা।

তিনি আরো বলেন, আমি আমৃত্যু বিএনপির লোক। আমি বিএনপি ছাড়া অন্যকোনো দলে গেলে আপনারা আমাকে জুতা দিয়ে পিঠাবেন। আমার রক্তে বিএনপি। আমার বাবা জেলা বিএনপির আহ্বায়ক। একইসাথে আমি বলতে চাই, আমার দলের নেতারা কোনো দখলবাজিতে নেই, চাঁদাবাজিতে নেই।

এ সময় তিনি আরো বলেন, আমার দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ। দলের বাহিরে যাওয়ার সুযোগ আমার নেই। আমার দলকে আমি ভালোবাসি। আমৃত্যু দলের সাথেই থাকবো।

এতে বিশেষ অতিথি ছিলেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জাহাঙ্গীর, কনকদিয়া বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ফোরকান।

সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন আর সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ।

এছড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক নাঈম সিকদার তারেক, সাবেক যুবদলের সদস্য সচিব বশির আহম্মেদসহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *