দৈনিক নয়া দিগন্তের বাউফল প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সোহাগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আহত সোহাগের পরিবারের পাশে আছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ মঙ্গলবার(১৩মে) দুপুর ২টার দিকে ঢাকা যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর প্রথমে তাকে রাজৈর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানা গেছে, সাংবাদিক সোহাগ বাউফল থেকে একটি প্রাইভেট গাড়িতে ঢাকা যাচ্ছিলেন। সাথে তার এক ভাগ্নি ও এক নাতি ছিলেন। তারাও আহত হয়েছেন।
দৈনিক নয়া দিগন্তের বাউফল সংবাদদাতা ও নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের প্রভাষক আসাদুজ্জামান সোহাগ, তার ভাগ্নি মোছা: তনু (৩০) এবং তনুর মেয়ে সাদিকা (৮) ও ছেলে সারাফ (৪) ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, আহত সোহাগ ও তার স্বজনরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি সোহাগসহ তার স্বজনদের দ্রুত সুস্থতার জন্য বাউফলবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।
Leave a Reply