বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

জলাতঙ্ক: বাউফলে পাগলা কুকুরের কামড়ে নীল হয়ে শিশুর মৃত্যু

বাউফল প্রতিদিন ডেস্ক :

বাউফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ইসমাইল ফরাজী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ইসমাইল কালিশুরী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ মার্চ ওই এলাকার কৃষক মোজাম্মেল ফরাজীর ছেলে ইসমাইল ফরাজীকে পাগলা কুকুড়ে কামড় দেয়।

পরিবারের আর্থিক দৈনতা ও অসচেতনতার কারণে ইসমাইলকে নিয়ে তার পরিবার চিকিৎসকের স্বরণাপন্ন হননি। শুক্রবার থেকে ইসমাইল অসংলগ্ন আচরণ ও বারবার বমি করতে থাকে। তার মুখ থেকে অনবরত লালা বের হতে থাকে। শনিবার সন্ধ্যায় ইসমাইল মারা যায়।

পরিবারের বরাত দিয়ে কালিশুরী বাজারের ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু বলেন, শনিবার দুপুরের পর থেকে ইসমাইল স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। তার শরীর নীল হয়ে যায়। কুকুরে কামড় দেওয়ার পর ইসমাইলকে হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদু রউফ বলেন, জলাতঙ্কে আক্রান্ত হয়ে শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *