বাউফল প্রতিদিন ডট কম বিশেষ :
পটুয়াখালী জেলার চার সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। পটুয়াখালী-২ বাউফলে দলটির মনোনীত হয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আর এতেই নেটপাড়ায় বইছে অভিনন্দন ও শুভকামনার বন্যা। এমনকি উপজেলার সব মহলে স্থান পেয়েছে নতুন করে আলোচনা। যদিও জামায়তের প্রার্থী যে তিনিই হবেন এটা আগেই উপজেলাবাসীর ধারনা ছিলো। যা এখন পূর্ণতা পেল।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ড.মাসুদের নাম ঘোষণা করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযম হোসাইন হেলাল।
নেটপাড়ায় দেখা যায়, অনেকে লিখছেন, ড. মাসুদেই আস্থা আমাদের। ধন্যবাদ জামায়াতকে তারা বাউফলে সঠিক নেতাকে মনোনীত করায়। আশা করি এর সুফল পাবে দল তথা রাষ্ট্র।
জামায়াত মনোনীত প্রার্থী ড. মাসুদ সম্পর্কে উপজেলার সব স্তরের মানুষের অভিমত জানতে সরেজমিনে কাজ করেছে বাউফল প্রতিদিন ডট কম টীম। সেখানে উঠে আসে সাধারণ মানুষের নানান হতাশা ও প্রত্যাশার কথা।
চা দোকানদার আবদুর রহিম (৫০) বলেন, মাসুদ সাহেব এমপি হওয়ার আগেই এলাকায় অনেক কামকাইজ করছে। মানষের বিপদে দৌড়ে আইছে। জামাতআলারা তার মনোনীত করায় খুশি হইছি।
মুদি দোকানদার কেরামত আলী (৪৫) বলেন, যেই এমপি হোক আমাদের কোনো লাভ নাই। তারা এমপি হওয়ার পরে সাধারণ মানুষের কথা ভুলে যায়। তবে নতুন কেউ হোক এটাই চাই।
বাউফল সরকারি কলেজের ছাত্র মোয়াজ্জেম (২৪) বলেন, তারুণ্যের বাংলাদেশে তরুণ নেতাই আমাদের পছন্দ। মাসুদ ভাই জামায়াত নেতা হলেও তিনি যথেষ্ট ভালো মানুষ। বাউফলকে ওউন করেন।
অটোরিকশা চালক কুদ্দুস (৩৭) বলেন, জামায়াতের নেতা মাসুদ ভাইকে এমপি প্রার্থী করায় আমরা আনন্দিত। তারমতো নেতা বাউফলে আসলেই দরকার। গরীব দুখি মানুষের পাশে থাকেন তিনি।
বাউফল হাসপাতাল এলাকার বাসিন্দা রবিন (২৬) বলেন, ড.মাসুদ সাহেক বাউফলবাসীর জন্য কাজ করেন এটা ঠিক। তবে ওনার উচিত বাউফল হাসপাতালের দিকে মনোযোগ দেওয়া। হাসপাতালে একজন ওটি ডাক্তার হলেই উপজেলার মানুষ দূরে কোথাও অথবা ক্লিনিকে যাবে না। ড.মাসুদের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।
স্কুলে নিজের সন্তান নিয়ে এসেছেন এক অভিভাবক (৩০)। তার কথা, ড.মাসুদ যেমন মেধাবী তার হাত ধরে তেমন মেধাবী হোক বাউফলের সন্তানরা। তিনি একজন শিক্ষাবিদ। শিক্ষানগরী করতে তিনিই যথাযথ হবেন বলেও মনে করেন এই অভিভাবক।
চলবে..
Leave a Reply