বাউফলে সুজন হাওলাদার (৩০) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ (২৮) ও তার অনুসারীদের বিরুদ্ধে।
আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রশাসনের প্রতি সন্ত্রাসী মিরাজ তার অনুসারীদের বিচারের আওতায় আনার আহবান করছি।
মিরাজ নামের এই ছেলেটির বিরুদ্ধে আগেও আমরা সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। আমরা বারংবার প্রশাসনকে আহবান জানিয়েছি বাউফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
যদি আইন শৃঙ্খলার ব্যাপারে সরকার ও পুলিশ প্রশাসন আরো আন্তরিক হতো তাহলে এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হতো না।
আমরা অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার আহবান জানাচ্ছি। একই সাথে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বিএনপি নেতাদের প্রতি অনুরোধ করবো আপনারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন না। আপনাদের দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারলে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।
নিহত সুজন হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামীন তাঁকে জান্নাত নসিব করুন। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
*ছবিতে অভিযুক্ত ছাত্রদল নেতা মিরাজ।
Leave a Reply