কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোঃ ইউনুস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন তিনি।
মাওলানা মোঃ ইউনুস-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শোকবার্তায় ড.মাসুদ বলেন, বাউফলের অন্যতম শিক্ষানুরাগী ছিলেন মাওলানা ইউনূস। তার ইন্তেকালে উপজেলাবাসীর অপূরনীয় ক্ষতি হল। নীতি ও আদর্শে তিনি ছিলেন অনন্য। এছাড়া তিনি তার জীবনে আদর্শিক শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।
ড. মাসুদ আরো বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মাওলানা মোঃ ইউনুস সাহেবকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
এছাড়া শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ড.মাসুদ ।
উল্লেখ্য, মাওলানা মোঃ ইউনুসের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান ড. শফিকুল ইসলাম মাসুদ। সেখানে তিনি মৃতের পরিবারকে শান্তনা দেয়ার পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেছেন।
Leave a Reply