বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ড.মাসুদের মহানুভবতায় অপারেশন হচ্ছে রিকশাচালক জলিলের

বাউফল প্রতিদিন ডেস্ক: বাউফলের গোসিংগা গ্রামের ভুবনশাহ এলাকার আবদুল জলিল। পেশায় রিকশাচালক তিনি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে চিকিৎসা ব্যয় বহন করতে পারছিলেন না জলিল। দুশ্চিন্তায় দিনপার করছে তার পরিবার।

এমনকি টাকার অভাবে অপারেশন করাতে পারছিলেন না রিকশাচালক জলিলের পরিবার। এই খবর জানতে পারেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড.শফিকুল ইসলাম মাসুদ। শুনেই ছুটে যান জলিলের বাসায়। অর্থনৈতিক সহায়তা করে হাত বাড়িয়ে দেন মানবতার সেবায়।

জানা যায়, আবদুল জলিল থাকেন ঢাকার মীরহাজীরবাগে। সম্প্রতি রাস্তায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে পিকআপ এসে তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার তাকে দেখতে তার বাসায় যান বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি তার খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন।

বাউফল প্রতিদিন ডক কম পত্রিকাকে আবদুল জলিলের পরিবারের সদস্যরা বলছেন, ড.মাসুদের নাম শুনেছি এতদিন। কিন্তু তার মতো এত বড় মহান হৃদয়ের মানুষ আর দেখিনি। একজন স্বচ্ছ ও দয়ালু মনের মানুষ তিনি।

কৃতজ্ঞতা স্বীকার করে তারা বলেন, ড. মাসুদ এসে আমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন। সহায়তা করেছেন। দোয়া করেছেন। আমরা তার এই ঋণ কখনোই ভুলতে পারবো না। আল্লাহ মাসুদের সহায় হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *