বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৪জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি ও আসবাবপত্রসহ সমগ্র কার্যালয়টি ভস্মিভূত হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে তারা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দেন। এরপর স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।
এ ব্যাপারে বিএনপির ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সজল প্যাদাকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
তবে এ ব্যাপারে ওই ইউনিয়নের একই ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি রাসেল মৃধা বলেন, বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি।
বাউফল থানার ওসি মো: কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা দেখে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply