বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুল দিলো দুর্বৃত্তরা

বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি ও আসবাবপত্রসহ সমগ্র কার্যালয়টি ভস্মিভূত হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে তারা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দেন। এরপর স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এ ব্যাপারে বিএনপির ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সজল প্যাদাকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে এ ব্যাপারে ওই ইউনিয়নের একই ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি রাসেল মৃধা বলেন, বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি।

বাউফল থানার ওসি মো: কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা দেখে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *