ঢাকাস্থ ইরান দূতাবাসের ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
বাউফলের অনেকে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে আনন্দ উদযাপন করছেন। তারা কেউ বলছেন, বাউফলের অভিভাবক ড. মাসুদ ইরান দূতাবাসে আমন্ত্রিত, এটা আমাদের গৌরবের।
কেউ বলছেন, সাধারণত যেখানে এমপিরা আমন্ত্রণ পায় না সেখানে আমাদের মাসুদ ভাই বিশেষ অতিথি হওয়ায় আমরা সম্মানিতবোধ করছি। এভাবে অনেকে নানান ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করছে।
ঢাকাস্থ ইরান দূতাবাসের ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৫) দুপুরে রাজধানীর ফার্স হোটেলের রিক্রিয়েশন লাউঞ্জে ‘নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব আহলুল বাইত এর মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি।
বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ডিজি আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন।
আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী প্রমুখ।
Leave a Reply