বাউফল প্রতিদিন ডট কম বিশেষ:
বাউফল সদর ইউনিয়নের যুবদলের অন্যতম নেতা কবির সরদার। তার সম্মাণিতা স্ত্রী অন্তসত্বা। বাউফলের একটি ক্লিনিকে ভর্তী। অর্থের অভাবে চিকিৎসা চলছিল না তার প্রিয়তমা সহধর্মীনির। এমনকি বিএনপির রাজনীতি করা কবির সরদারের দলীয়ভাবেও মিলেনি কোনো সহায়তা।
এমন বাস্তবতায় বাউফলের মানবিক সন্তান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাউফলের দাড়িপাল্লার একমাত্র এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের শরনাপন্ন হন যুবদল নেতা কবির সরদার। পরে প্রসূতির চিকিৎসা সেবায় দুই হাত খুলে এগিয়ে এলেন মানবিক নেতা ড. মাসুদ।
খুশির সংবাদ হচ্ছে- যুবদল নেতা কবির সরদার ও স্ত্রী মরিয়ম আক্তারের ঘর আলোকিত করে জন্ম নিয়েছেন একটি পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ। এমন সুসংবাদে আনন্দিত হয়েছেন ড. মাসুদ। তিনি মহান আল্লাহর দরবারে যুবদল নেতা কবির সরদার ও তার স্ত্রী ও নবজাতকের কল্যাণ কামনা করে দোয়া করেছেন।
Leave a Reply