বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলের কালাইয়া বন্দরে অগ্নিকান্ড, ক্ষতি ২৫ লক্ষ টাকা!

বাউফলের কালাইয়া বানিজ্যিক বন্দরের আলী আকবর সরকারী প্রাইমারী স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে এনায়েত হোসেনের মুদি মনোহরি ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকান ভস্মীভূত হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে এনায়েত হোসেনের দোকানটি সম্পূর্ন ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েত হোসেনের মুদি মনোহরির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক ধারণা অনুযায়ি ক্ষয়ক্ষতির পরিমান ২০-২৫ লাখ টাকা হবে।

বাউফল ফায়ারসার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন,” লন্ড্রি অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড হতে পারে। এনায়েত মুদি মনোহরির পাশাপাশি একই দোকানে চা বিক্রি লন্ড্রির ব্যবসা করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *