বাউফল শহরের প্রাণ কেন্দ্রে পোস্ট অফিসের সামনে খালের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে। পাশে একটি ব্যানারে লেখা রয়েছে,“ বকুলতলা স্টার ক্লাব”
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সরকারী বন্ধের সুযোগ নিয়ে ক্লাবঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। রাতঅবদি চলছে এ ক্লাব ঘরের নির্মাণ কাজ।
জানাগেছে, স্থানীয় একটি বিশেষ গুস্টির কয়েক ব্যক্তি এই ক্লাবঘর নির্মাণ করছে। তারা নিজেদের বিএনপির কর্মী বলে দাবি করেছে।
রাত ১১টায় সরেজমিন গিয়ে দেখা গেছে, ১০-১২জন শ্রমিক ক্লাঘরের কাঠের অবকাঠামে তৈরি করছে। উপরে টিনের ছাউনি ও তিন পাশে টিনের বেড়া দেয়া হয়েছে। ক্লাবঘরটির দক্ষিন পাশে একটি ব্যানার ঝুলানো রয়েছে। সেখানে লেখা আছে “ বকুলতলা স্টার ক্লাব” নো পলিটিক্স।
সরকারী খালের জায়গা দখল করে এই ক্লাবঘর নির্মাণে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার দেখা দিলেও তারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,“ অ্যাসিল্যান্ড সাহেব আমাকে ফোন দিয়েছিল। আমি ক্লাবঘর ভেঙ্গে ফেলতে বলেছি।”
এবিষয়ে সহকালী কমিশনার (ভুমি) সোহাগ মিলু সাংবাদিকদের বলেন,“ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।”
Leave a Reply