বাউফলে র্যাব পোশাক (কটি) পরিহিত তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ফোন ছিনিয়েছে বলে অভিযোগ উঠেছে। যমুনা টেলিভিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিলবিলাস বাজারের এমএফএস এজেন্ট ও ব্যবসায়ী সোহাগ সিপাই প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
সোহাগ সিপাই’ অভিযোগ করে বলেন, বিলবিলাস বাজারের ব্রিজের ওপারে মদনপুরায় তার বাড়ি। প্রতিষ্ঠান থেকে ঘরের দূরত্ব মাত্র ২০০ ফুট। ঘরের সামনে যেতেই একটি মোটরসাইকেলে র্যাবের পোশাক (কটি) পরা তিনজন লোক এসে তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা ও দুইটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং কিছুদূর সামনে নিয়ে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
র্যাব-৮ (পটুয়াখালী) সিপিসি-১ এর কর্মকর্তা মেজর রাশেদ বলেন, আজকের ঘটনা বিস্তারিত জানি না, তবে ১ মাসের মধ্যে এরকম একটি ঘটনা আগেও শুনেছি। সেসময় অভিযোগ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের ঘটনা টলারেট করা হবে না।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply