বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ডা. জাকিয়া ফারহানার ❝প্রতীক্ষা❞

প্রতীক্ষা
ডাক্তার জাকিয়া ফারহানা

প্রতীক্ষা —
এক নব সূর্যোদয়ের,
প্রতীক্ষা —
এক আলোকিত নতুন ভোরের।
প্রতীক্ষা —
এক জান্নাতি মিলনের,
প্রতীক্ষা —
এক উন্মোচিত আলোড়নের।
প্রতীক্ষা —
ছুটে চলা এক দিগন্তের,
প্রতীক্ষা —
আলোকিত এক সীমান্তের।
প্রতীক্ষা–
সেই মুক্ত মঞ্চে বজ্র কন্ঠের,
প্রতীক্ষা —
অগণিত ভাষা পৌঁছে দেওয়া শেষ প্রান্তের।
প্রতীক্ষা —
শত হাত এক হওয়া,
প্রতীক্ষা —
জান্নাতি নেতাদের প্রেরণা পাওয়া।
প্রতীক্ষা —
শত বাধা জয় করে ছুটে চলার,
প্রতীক্ষা —
ফিরে পাওয়া মুক্ত ভাষায় নারায়ে তাকবীর বলার।

❝প্রতীক্ষা❞
(রুকন সম্মেলন- ২৪)
আঠারো, দশ, চব্বিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *