বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে গণমানুষের সাথে ড. মাসুদের ২ দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) দুদিন ব্যাপী সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মধ্যে জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচি ইসলামী জ্ঞান চর্চা ও দাওয়াত, সমাজ সংস্কার ও জনসেবা, শিক্ষা, জনকল্যাণমূখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পালিত হয়েছে।

দুদিনের কর্মসূচির মধ্যে প্রথমদিন শনিবার (২১ ডিসেম্বর) সকালে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। পরে দুপুরে উপজেলার ধানদী কামিল মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পটুয়াখালী জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিকেলে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন।

দ্বিতীয়দিন রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে বগা বাজারের গণসংযোগের উদ্দেশ্যে রওয়ানা করে বাউফল-বগা সড়কের প্রধান প্রধান স্টেশনগুলোতে (কাগজীরপুল, বিলবিলাস বাজার, লালমিয়া বাড়ি, হিরুমিয়া রাস্তার মোড়, ভুবনশাহ, আফছেরের গ্যারেজ ও কাদের মোল্লার গ্যারেজ) যাত্রা বিরতি ও জনসাধারণের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছিয়ে দেন। বগা যাত্রাপথে আফছেরের গ্যারেজ স্টেশনে এক প্রতিবন্ধী হুইল চেয়ার প্রদাদের মাধ্যমে জনসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন। বগা শাপলাখালী রাস্তার মোড় থেকে ব্রীজ পর্যন্ত পায়ে হেঁটে ব্রিজের পূর্ব পাশ দিয়ে বাজারের ভিতর প্রবেশ করে পুরো বাজারের ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষজনের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছান। শেষে স্থানীয় স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন।

দুপুরে উপজেলা জামায়াত অফিসে উপজেলা পুরুষ ও মহিলা কর্মপরিষদ সদস্যদের সাথে মতবিনিময় শেষে কালাইয়া ইউনিয়নে জনসংযোগ করেন। এসময় কালাইয়া ইউনিয়ন ক্রিকেট পিচ উদ্বোধন করেন এবং শীতার্তদের মাঝে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান করেন। এরআগে মদনপুরা ইউনিয়নের মাছপাড়া দিঘীরপাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পরিবারদের খোঁজখবর নিতে চান। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *