বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে মুনিরের পকেট কমিটি: জব্বার মৃধায় অসন্তোষ বিএনপিতে, হাইকমান্ডে নালিশ!

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজ ভাইয়ের ও শ্যালোকের নির্বাচনী প্রচারে বিএনপির আহবায়ক আব্দুর জব্বার মৃধা (গোল চিহ্নিত)।

বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধাকে নিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিবের বরাবরে লিখিত অভিযোগ করা হলেও আজঅবদি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক  মোঃ তসলিম তালুকদার অভিযোগ করেন, আব্দুর জব্বার মৃধা মনেপ্রাণে বিএনপির আদর্শ লালন করেন না। তিনি মূলত আওয়ামী লীগের দোষর। ২০১৬ সালে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার শ্যালোক আবুল বশার নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি নৌকার পক্ষে মিছিল মিটিংয়ে অংশ নিয়েছেন। তার প্রচারের ছবি ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ছাড়াও ২০২২ সালের ইউপি নির্বানে আব্দুল জব্বার মৃধার ভাই নজরুল ইসলাম চশমা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনেও তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য তার ভাইয়ের পক্ষে নির্বাচন করেন।  

এ ছাড়াও বগা ইউনিয়ন  বিএনপি আয়োজনে একটি অনুষ্ঠানে বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘এখন আগস্ট মাস, শোকের মাস। তার পরেও আমরা একত্রিত হয়ে কথাবার্তা বলতে পারতেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির যুগ্ম আহবায়ক তসলিমতালুকদার আরও অভিযোগ করেন,২০২২ সালের ২৭ জুলাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হলেও আজ পর্যন্ত ওই কমিটি কোন পুনাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।

বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের অনৈতিক ও অসাংগঠনিক হস্তক্ষেপের কারণে শুধু বিএনপিই নয় প্রতিটি সহযোগি সংগঠনের মধ্যে একাধিক গ্রপিংয়ের সৃষ্টি হয়েছে। পৌর বিএনপির সাথেও উপজেলা আহবায়ক কমিটির দ্বন্ধ চরমে পৌঁছেছে। তিনি এ দ্বন্ধ অবসানের জন্য আহবায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ বিএনপির কেন্দ্রীয় নেতা মু.মুনির হোসেনের অনৈতিক ও অসাংগঠনিক হস্তক্ষেপ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির মহাসচিবের কাছে একটি  লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে যতই দিন যাচ্ছে ততোই বিএনপির মধ্যে গ্রপিং চাঙ্গা হচ্ছে। 

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধাকে তার ০১৭১২৩৯৬৫৬৬ নম্বরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জনকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *