বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাংলার জমিনে দ্বীন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ থাকতে হবে: ড.মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও হত্যা করেছে এদেশের আলেম-ওলামাদের। আওয়ামী লীগ ইসলাম ধর্ম বিশ্বাস করে না, ইসলাম মানে না। সেজন্যই তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না।

এমনকি দ্বীনের দাওয়াত কুরআনের তাফসীর মাহফিলও তারা গত ১৫ বছর করতে দেয়নি, সবখানেই আওয়ামী লোকদের দিয়ে বাঁধা দিয়েছে। কুরআনের মাহফিল করতে তাদের অনুমতি নিতে হয়েছে। নয়তো বহু মাহফিলের মঞ্চ থেকে আলেমদের পুলিশ দিয়ে আটক করে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। সোমবার (৭ অক্টোবর) রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার।

ড. মাসুদ আরো বলেন, মহানবী (সা) এর সীরাত সমাজে প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। ওলামা-মাশায়েখগণ নবীর সীরাত সমাজে প্রতিষ্ঠা করতে চাওয়ায় আওয়ামী লীগ আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে।

আলেমদের রক্তের ঋণ পরিশোধ হবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে। সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলার জমিনে দ্বীন কায়েম হবেই, হবে। সীরাতুন্নবী (সা) মাহফিল শেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তারেক মনোয়ার।

এর আগে বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার।

তিনি উপস্থিত ওলামা-মাশায়েকদের উদ্দেশ্যে বলেন, বাংলার জমিনে দ্বীন কায়েম করতে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তবেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুন্দর সমাজ গঠন করা যাবে। অনুষ্ঠিত ওলামা সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখগণ অংশগ্রহণ করেন।

সেখানে ড. শফিকুল ইসলাম মাসুদ সভাপতির বক্তব্যে বলেন, ইসলামের দুশমনেরা ইসলাম প্রতিষ্ঠা না হতে এক হয়ে যায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কেন এক হতে পারে না প্রশ্ন রেখে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল ভেদাভেদ ভুলে ইসলাম প্রতিষ্ঠায় এক হতে হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তিনি সকল ইসলামী দলকে আহ্বান জানান।

ড. মাসুদ আরো বলেন, আওয়ামী লীগ কেন এতো আলেমকে হত্যা করেছে, কেন আলেমদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কেন শাপলা চত্বরে হেফাজতের আলেমদের গুলি করে রক্তাক্ত করা হয়েছে? – তার একটাই কারণ, সেটি হচ্ছে, ইসলামকে বাংলাদেশে দুর্বল করার অপকৌশল। কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম মুচে যায়নি, আওয়ামী লীগ-ই আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তারা ৫৩ বছর ভারতের দালালি করেছে, ভারতের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করেছে কিন্তু সফল না হয়ে শেষে পালিয়ে গিয়ে সেই ভারতেই আশ্রয় নিয়েছে। যারা বাংলাদেশের দুশমনদের আশ্রয় দেয় তারাও বাংলাদেশের জনগণের দুশমন। আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা ঐক্যবদ্ধ ইসলামী দলের হাতে দিবে ইনশাআল্লাহ, যেই দল দুর্নীতি করেনি, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেনি।

যারা জনগণের দায়িত্বকে আমানত হিসেবে দেখেছে তারাই জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবে জানিয়ে ড. মাসুদ হৃদয়ে দেশপ্রেম লালন ও ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে সকলকে আসার আহ্বান জানান।

ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আবুল বাসার হেলালী সহ বিশিষ্ট আলেমগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *