বাউফলে শেখ হাসিনা সরকারের হাতে ছাত্র জনতা নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ শেষে অবস্হান কর্মসূচি পালন করছে।
বুধবার দুপুর দুইটায় বাউফল পাবলিক মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেছাসেবক দলের আহবায়ক মো. খলিলুর রহমান, যুবদলের আহবায়ক মো অলিউর রহমান, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহম্মেদ লেলিন, অলিয়ার রহমান ,বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম সহ বিএনপি ও সহযাগী সংগঠনর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন বলেন, ইতিমধ্যে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে গুম খুনসহ ছাত্র জনতাকে হত্যার দায়ে ২৪ জনের নামে মামলা হয়েছে।
প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। এ সময় তিনি আরো বলেন আমরা সকল ধর্মের লোক একত্রে বসবাস করবো থাকবেনা কোন বৈষম্য।
Leave a Reply