বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ ছাত্র-জনতা। বুধবার (২৩ অক্টোবর) রাতে শহরের কালীবাড়ি মোড় থেকে ছাত্র- জনতার আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইকরামুল মারজান চৌধুরী, মোহাম্মদ হানিফ, সাব্বির আহমেদ উসমানি, মোহাইমিনুল আজবীন প্রমুখ।

এসময় বক্তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে উপস্থিত ছাত্র-জনতা সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অর্ন্তবর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *