বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত তুফান আল আকসা’র বর্ষপূর্তি উদযাপন ও সংহতি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বায়তুল মাকসিদ ফাউন্ডেশনের সভাপতি আকিব আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক, সাংবাদিক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য কবি আবদুল হাই শিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং বিশিষ্ট লেখক গবেষক ও আলেম মাওলানা সাইমুম সাদী।
অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় গবেষণা সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এবং ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
Leave a Reply