বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

পটুয়াখালীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী চৌরাস্তায় একটি খোলা মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পটুয়াখালী সদর উপজেলা ও পৌর ইসলামি আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহা. নজরুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ার প্রমুখ।

সমাবেশে বক্তারা দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবির পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব করেন। তারা দেশের উন্নয়ন এবং মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *