পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব হারিয়ে গেছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নুরাইনপুর বাজারসংলগ্ন প্যাদা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নুরাইনপুর খেয়া ঘাটের মাঝি করিম প্যাদার বসতঘরে হঠাৎ আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতদরিদ্র করিম প্যাদার ঋনের প্রায় ৩ লাখ টাকার নগদ টাকাসহ আসবাবপত্র, চাল-ডাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের খবর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় নিয়েছে, অথচ স্টেশনটি মাত্র ১০ কিলোমিটার দূরে।
Leave a Reply