বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

সবাইকে নিয়ে বাউফলের সংস্কার ও উন্নয়ন করতে চাই: ড. মাসুদ

সব শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে বাউফলের সংস্কার ও উন্নয়নে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড.শফিকুল ইসলাম মাসুদ।

“বাউফলে বৈষম্যহীন নতুন এক সমাজ বিণির্মানে এখানকার তরুন ও যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তরুন ও যুবকদের হাতেই হানাহানি, বিভেদ ও মাদকমুক্ত সুশিক্ষিত আগামির নতুন বাউফল গড়ার পতাকা তুলে নিতে হবে। ব্যাক্তি সংস্কারের পাশাপাশি আমরা চাই বৈষম্যহীন নতুন এক বাউফল।

যারা বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বসের টার্গেট নিয়েছিল আজ তারা আস্তাকুড়ে চলে গেছে। নেতিবাচক চিন্তা থেকে বেড়িয়ে এসে আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও সব শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে বাউফলের সংস্কার ও উন্নয়নে কাজ করতে চাই। সমাজ  ও রাষ্ট্রের  নিরাপত্তায় জামায়াতে ইসলামী সর্বদা সজাগ রয়েছে।

আজ রবিবার  (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা  পটুয়াখালী-২ (বাউফল) আসনের বগা বন্দর এলাকায় গণসংযোগকালে এক পথসভায়  জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও  ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।

গণসংযোগের একপর্যায়ে ড. শফিকুল ইসলাম মাসুদ উপজেলার গোসিংগা গ্রামের প্রতিবন্ধি ফরিদ মৃধাকে (৫০) একটি হুইল চেয়ার ও মদনপুরা মাঝপাড়া এলাকার দুর্বৃত্তের আগুনে বসতঘর পুড়ে যাওয়া ভূক্তভোগি রনজিত শীলের পরিবারকে নগদ আর্থিক সহোযোগিতা প্রদান করেন।     

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলা মুহাম্মদ ইসহাক, সেক্রেটারী অধ্যাপক খালিদুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মাহদী হাসান, বাউফল উন্নয়ন ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান সোহাগ, সদস্য সচীব  কামরুজ্জামান কাজল প্রমূখ তার সঙ্গে ছিলেন। বিকালে উপজেলর কালাইয়া বন্দর এলাকায় দুস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কথা রয়েছে তার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *