বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ড.মাসুদের শীতের উপহার পেলো বাউফলের হাজারো মানুষ

পটুয়াখালীর বাউফলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করেন ‘বাউফল উন্নয়ন ফোরাম’ এর চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার (২২ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে মানিক মিয়া ভবনের সামনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রায় দুইশতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাউফল উন্নয়ন ফোরাম, কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. নুরুল ইসলাম সিদ্দিকী মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, বিগত দিনে আমরা প্রকাশ্য মানুষের জন্য কোনো উন্নয়ন কাজ করতে পারিনি।

তবে গোপনে গোপনে আমার মানুষের জন্য কাজ করেছি। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা প্রকাশ্য মানুষের সেবা করতে পারছি। আগামী দিনে আর কোনো স্বৈরাচার আসতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাও. মো. ইসাহাক, সাবেক আমির মো. রফিকুল ইসলাম ও বাউফল উন্নয়ন ফোরামের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *