বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

ধানদী কামিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ধানদী কমিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান,র‌্যাফেল ড্রয়ের কুপন বিক্রি ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির সভাপতি ও ধানদী কামিল মাদদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী এ্যাড.মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.শামছুল আলম। প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিন এর সেক্রেটারী প্রক্তন ছাত্র ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মু. ইদ্রীস আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন চৌধুরী, আদ-দ্বীন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমীর হামজা। সহকারি অ্যাটার্ণি জেনারেল এ্যাড. মো, মোজাহিদুল ইসলাম শাহিন, ধানদী কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মু. হাবিবুল্লাহ প্রমূখ। আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *