বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু.মুনির হোসেন বলেছেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে গণতন্ত্র ধংস করেছে। বৈষম্যবিরোধী ছাত্রজনতার তোপের মুখে ভারতে খুনি হাসিনা পালিয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে পটুয়াখালী বাউফলে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মু.মুনির হোসেন আরও বলেন,বাংলাদেশের মানুষ হাসিনা ও শেখ পরিবারের কাউকেই পছন্দ করেনা। আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায়না।
ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলাগুলো মিথ্যা ছিলো । তারন্যের অহংকার তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ,সেই মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন ।
বিএনপির নেতা কর্মীরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে ।তাদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে । বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীরা ঘর ছাড়া হয়েছেন, গুম হয়েছেন।
তিনি আরও বলেন, স্যালুট জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেইসব ছাত্র জনতাকে যারা জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয় বার স্বাধীন করেছিলো।তাদের আত্মত্যাগের আমরা দ্বিতীয় বার স্বাধীনতা পেয়েছি । যারা নিহত হয়েছে আজকে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর যারা আহত হয়েছেন তারা যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রার্থনা করছি।
মু.মুনির হোসেন আরও বলেন,আমি বাউফলের সন্তান , আপনাদের সন্তান ।আমি আপনাদের সেবা করতে চাই ।শেখ হাসিনা আমার নামে ৪২ টা মামলা দিয়েছে ,৬ মাস আমি জেল খেটেছি । বিএনপির জন্য অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি ।আমার ব্যক্তিগত কোনো মামলা নেই , সবগুলো রাজনৈতিক মামলা এই দলের জন্য ,দেশের জন্য, আপনাদের জন্য, মানুষের জন্য , বাউফলবাসীর জন্য।
বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. মিজানুর রহমান খোকন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সুইন আহমেদ প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদার।
সমবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply