বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে মানবিক-৯০’র উদ্যোগে এসএসসির ফরমপূরণে আর্থিক সহায়তা

বাউফলে মানবিক-৯০’র উদ্যোগে ৯জন এসএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংগঠনের পক্ষে বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক নাঈমা ফেরদৌসি এ আর্থিক সহয়তা প্রদান করেন।

সহায়তা গ্রহণকারী পরীক্ষার্থীরা হলেন, নূরে জান্নাত, দ্বীন ইসলাম, পূজা দাস, সাকিল, নূরজাহান, হাবিবুল্লাহ, সানজিদা, তরিকুল ইসলামও মিম। প্রত্যেককে ২হাজার ৫শ টাকা করে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমরান হাসান সোহেল, সালমা বেগম, কেবিএম মামুন, বাবুল হোসেন, জলিলুর রহমান, শিরিন আক্তার মোঃ সোহাগ প্রমূখ।

উল্লেখ্য মানবিক-৯০’র উদ্যোগে বাউফলে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় দুস্থ খাবার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, গরীব শিক্ষার্থীদের ও কন্যাদায়গ্রস্থ বাবাকে অর্থ সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজে সহায়তা করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *