বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফলে মো. ইসমাইল মৃধা নামে এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইসমাইল মৃধার বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।

মানববন্ধনে অংশ নেওয়া মো. হানিফ মৃধা (৭০) ও আবদুস ছালাম (৬৫) অভিন্নভাবে বলেন, তারা ইসমাইল মৃধার প্রতিবেশী। তিনি (ইসমাইল) মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি। হঠাৎ করে ২০১২ সালে কিভাবে মুক্তিযোদ্ধা হলেন? তা তাদের বোধগম্য নয়। তারা তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি করেন।

এ বিষয়ে ইসমাইলের ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন, তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। বাবাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এই মানববন্ধন করিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,’বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *