বাউফলে Spread Humanity নামে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল সারে চার টার দিকে বাউফল সরকারি ডিগ্রী কলেজ হল রুমে ওই কলেজের আগ্রহী কিছু ছাত্র ছাত্রীদের সমন্বয়ে মানবতার কল্যানে প্রতিষ্ঠিত সংগঠনটির পরিচাল মোঃ রুহুল আমিন সংবাদ সম্মেলনের মাধ্যমে Spread Humanity নামের সংগঠনের আত্মপ্রকাশ করেন।
পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, Spread Humanity ইসলাম ,দেশ ও মানবতার স্বার্থে সকল কার্যক্রম পরিচালনা করা, দুঃস্থ , পীড়িত , এতিম, অসহায়, বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের সাহায্য প্রদান করা।
সাধ্যানুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্র¯’ ,দুর্ভিক্ষ,মহামারী,ভূমিকম্প ও অন্যান্য আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাপক জনগোষ্ঠীকে ত্রান ও পূনর্বাসনে সহযোগিতা করা। জরুরী প্রয়োজনে অসুস্থ মানুয়ের জন্য রক্তদান কর্মসূচি গ্রহন করা।
শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা। সমাজের সকল মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। মাদকমুক্ত রাষ্ট্র গড়তে প্রশাসনকে সহযোগিতা করা। সর্বদা সত্যের প্রচার করা। এ সব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে Spread Humanity নামের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনটি বাউফল সরকারি ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে।
Leave a Reply