বাউফলে রাবেয়া বেগম (৪৫) নামে এক বিধবা নারীকে মারধার করে ঘর থেকে বের করে দিয়ে মালামাল লুটকরে নিয়ে বসত ঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা ওই বিধবা নারীকে উদ্দার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ব্যাথার যন্ত্রনা নিয়ে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন ওই বিধবা নারী।
গত বুধবার (১১সেপ্টম্বর) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে কালাইয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে রাবেয়া বেগম স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন।
তার স্বামী মোঃ হারুন মৃধা ২০১৯ সালে মারা যাওয়ার পর থেকে তাকে বাড়ি ছাড়া করার পায়তারা করে আসছিল তারই আপন ভাসুর হালিম ও সেলিম মৃধা। ঘটনার দিন হালিম মৃধা ও সেলিম মৃধার নেতৃত্বে কয়েক সন্ত্রাসী নিয়ে বিধবা নারীর ঘরে হামলা চালায়।
এসময় ওই নারীকে বেধরক মারধর করে গুরুত্বর জখম করে। পরে ঘরে থাকা মালামাল ও কিছু নগদ টাকা নিয়ে ঘর থেকে বের করে তালা দিয়ে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, বিধবা নারীর স্বামীর সম্পত্তিতে বসবাস করে আসছেন।
ওই বিধবা নারীর ভাশুর হালিম ও সেলিম জমি দখলে নিতেই তাকে মারধর করে বাড়ি ছাড়া করেন। ওই নারী অসহায় হওয়ায় স্থানীয় ভাবে সুষ্ঠু বিচারও পায়নি।
এবিষয়ে রাবেয়া বেগম বলেন,আমার স্বামীর জমি আত্মসাৎ করার জন্য আমাকে মারধর করে আমার মালামাল ও ঘরে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দিয়েছে ভাসুর হালিমের নেতৃত্বে সন্ত্রাসীরা।
আমি এখন কোথায় থাকবো। আমার থাকার কোন জায়গা নেই। এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply