বাউফলে দেশজুড়ে সহিংসতা, হামলা,লুটতরাজ, অগ্নিসংযোগ রুখে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংলাপ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে উপজেলা যুব ফোরামের আয়েজনে মৌন মিছিল বের হয়।
এতে মুক্তিযোদ্ধা, হিন্দু পরিষদের নেতা, সাংবাদিক, সচেতন নাগরিক ও সুশিল সমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ হল রুমে
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মুনতাসির তাসরিপ লামিমের সভাপতিত্বে ও রুপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন-
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধিরঞ্জন দাশ,
বাউফল প্রেস ক্লাবের সাধারন সম্পাদা মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক নিহার বিন্দু বিশ্বাস,
সহকারী অধ্যাপক এনায়েতুর রহমান সহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বৈষম্যহীন একটা দেশ গড়তে ছাত্র-জনতা জীবন দিয়েছে। মাটিতে তাদের রক্তের দাগ লেগে আছে। এদেশে আর কোনো সহিংসতা, লুটপাট, হামলা ও ভাঙচুর করতে দেয়া হবে না।
দেশের ছাত্র-জনতা সকল সহিংসতা রুখে দিয়ে সুখি সুন্দর বিনির্মাণ করবে।
Leave a Reply